পরিচ্ছন্ন চাষ বাসের সঙ্গে বীজ শােধন , সুস্থ চারা তৈরি আর প্রাথমিক প্রতিরােধী সে সুসংহত রােগ পােক নিয়ন্ত্রণের চাবিকাঠি । সবজি চাষে নিম্নোক্ত কর্তব্যগুলি পালন করলে রােগ পােকা আক্রমণ অনেকটাই ঠেকানাে যেমন যাবে তেমনই IPM মেনে পরিবেশ বান্ধব কৃষিকে অবলম্বন করা যাবে ।
1. গ্রীষ্ট শুরু হবার সময় জমকে গভীর চাষ দিয়ে রোল খাওয়ানাে ।
2. বর্ষাকালে আবশ্যিক ও অন্যান্য মরশুমে জল নিকাশী সুনিশ্চিত রেখে জমি তৈরি ।
3. প্রথম চাষে । জৈব সারের সঙ্গে টাইগেভাম ও সিউডােমোনাস প্রয়ােগ ও
4. নিম খােল বা নিম দানা , প্রথম চাষে জৈব সারের সঙ্গে ব্যবহার ও প্রথম বারের মত বীজশােধন , বীজতলা তেরি ও পারলে মজা , টমাটোতে বীজতলার চারপাশে ৪০ মেশের মশারি ঘেরা ।
5. লঙ্কা , বেগুন ও টমাটো চারা রােয়ার আগে ইমিডাক্লোপ্রিড ( ৭০ % ড . জি ) ১ গ্রাম লিটার জলের দ্রবণে শিকড় শোন আর কপি চারার শিকড় ট্রাইকোডার্মা ও সিউডােমােনাসের দ্বারা শােধন
6. দু - তিন বার নিমজাত কৃষিবিষ প্রয়োগ ( পােকা থাকলেও )
7. বেগুন , কপি , কুমড়াে সবজিতে ল্যাদা প্রতিরােধী । ফেরােমন ফাঁদ লাগানাে ও না , টমাটো , অন্যান্য সবজিতে শােষক পােকা নিয়ন্ত্রক । হলুদ আঠালাে ফঁাদ লাগানাের সঙ্গে জমিতে পাখি বসার জায়গা করে দেওয়া ।
9. বেগুন , লঙ্কার প্রথম চাপানের সময় গাছ পিই কয়েক নানা দানাদার কীটনাশক প্রয়ােগ ।
10. রােগ আক্রমণ বেশি হলে কোন একটি রােগ / কটনাশক ব্যবহার না করে এই বই এর পিছনের ছক দেখে ঘুরিয়ে ফিরিয়ে ২ / ৩টি ওষুধ স্প্রে করা ।
রােগ পােকা নিয়ন্ত্রণে প্রে - এর সময় যেগুলি মনে রাখা দরকার
. রােগ বা পােকার আক্রমণ যথাযথ হলে তবেই সঠিক রাসায়নিক প্রয়োগ জরুরী । • যতটা সম্ভব প্রতিরােধী ব্যবস্থার সঙ্গে জৈব রাসায়নিক ব্যবহার করতে হবে ক ভােরে ষ্টে করে বিকালে স্ট্রে করা দরকার । • একাধিক কার্যকারি রাসায়নিক দুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে । • ভালাে স্পেয়ার ব্যবহারের সঙ্গে যথেষ্ট পরিমাণ জল ব্যবহার করতে হবে । স্প্রে - র সঙ্গে মিশাবার আঠা বা স্টিকার যেমন ইন্ডটন , টিপল অপস স্যান্ডােভিট , ধানভিট ৭ - ৮ মিলি প্রতি ১০ লিটার জলের হিসাবে নিতে হবে । • করার আগে ফসল তুলে নিয়ে রাসায়নিক ব্যবহারের ২ সপ্তাহ ফলন বাজারজাত করা চলবে । • লাল হলুদ মার্কা রাসায়নিক ব্যবহার ব্যতিরেকে নীল ও সবুজের ব্যবহার করতে হবে • স্প্রে করার সময় যথাযথ পােশাকের সঙ্গে নাক - মুখ ঢাকা অবশ্যিক । । • স্থে করার পর খালি কৌটো / প্যাকেট পতিত জমিতে / মাটিতে পুঁতে ফেলা বা নির্দিষ্ট । জঞ্জাল ফেলার জায়গায় বাতিল করতে হবে ।
1. গ্রীষ্ট শুরু হবার সময় জমকে গভীর চাষ দিয়ে রোল খাওয়ানাে ।
2. বর্ষাকালে আবশ্যিক ও অন্যান্য মরশুমে জল নিকাশী সুনিশ্চিত রেখে জমি তৈরি ।
3. প্রথম চাষে । জৈব সারের সঙ্গে টাইগেভাম ও সিউডােমোনাস প্রয়ােগ ও
4. নিম খােল বা নিম দানা , প্রথম চাষে জৈব সারের সঙ্গে ব্যবহার ও প্রথম বারের মত বীজশােধন , বীজতলা তেরি ও পারলে মজা , টমাটোতে বীজতলার চারপাশে ৪০ মেশের মশারি ঘেরা ।
5. লঙ্কা , বেগুন ও টমাটো চারা রােয়ার আগে ইমিডাক্লোপ্রিড ( ৭০ % ড . জি ) ১ গ্রাম লিটার জলের দ্রবণে শিকড় শোন আর কপি চারার শিকড় ট্রাইকোডার্মা ও সিউডােমােনাসের দ্বারা শােধন
6. দু - তিন বার নিমজাত কৃষিবিষ প্রয়োগ ( পােকা থাকলেও )
7. বেগুন , কপি , কুমড়াে সবজিতে ল্যাদা প্রতিরােধী । ফেরােমন ফাঁদ লাগানাে ও না , টমাটো , অন্যান্য সবজিতে শােষক পােকা নিয়ন্ত্রক । হলুদ আঠালাে ফঁাদ লাগানাের সঙ্গে জমিতে পাখি বসার জায়গা করে দেওয়া ।
9. বেগুন , লঙ্কার প্রথম চাপানের সময় গাছ পিই কয়েক নানা দানাদার কীটনাশক প্রয়ােগ ।
10. রােগ আক্রমণ বেশি হলে কোন একটি রােগ / কটনাশক ব্যবহার না করে এই বই এর পিছনের ছক দেখে ঘুরিয়ে ফিরিয়ে ২ / ৩টি ওষুধ স্প্রে করা ।
রােগ পােকা নিয়ন্ত্রণে প্রে - এর সময় যেগুলি মনে রাখা দরকার
. রােগ বা পােকার আক্রমণ যথাযথ হলে তবেই সঠিক রাসায়নিক প্রয়োগ জরুরী । • যতটা সম্ভব প্রতিরােধী ব্যবস্থার সঙ্গে জৈব রাসায়নিক ব্যবহার করতে হবে ক ভােরে ষ্টে করে বিকালে স্ট্রে করা দরকার । • একাধিক কার্যকারি রাসায়নিক দুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে । • ভালাে স্পেয়ার ব্যবহারের সঙ্গে যথেষ্ট পরিমাণ জল ব্যবহার করতে হবে । স্প্রে - র সঙ্গে মিশাবার আঠা বা স্টিকার যেমন ইন্ডটন , টিপল অপস স্যান্ডােভিট , ধানভিট ৭ - ৮ মিলি প্রতি ১০ লিটার জলের হিসাবে নিতে হবে । • করার আগে ফসল তুলে নিয়ে রাসায়নিক ব্যবহারের ২ সপ্তাহ ফলন বাজারজাত করা চলবে । • লাল হলুদ মার্কা রাসায়নিক ব্যবহার ব্যতিরেকে নীল ও সবুজের ব্যবহার করতে হবে • স্প্রে করার সময় যথাযথ পােশাকের সঙ্গে নাক - মুখ ঢাকা অবশ্যিক । । • স্থে করার পর খালি কৌটো / প্যাকেট পতিত জমিতে / মাটিতে পুঁতে ফেলা বা নির্দিষ্ট । জঞ্জাল ফেলার জায়গায় বাতিল করতে হবে ।
No comments:
Post a Comment