Small experiment: কিভাবে আগুন নেভানোর যন্ত্র তৈরি করবেন? How to make a fire extinguisher?
আগুন নেভানাের যন্ত্র দেখেছাে কি ? সিনেমা হলে , কারখানায় , ব্যাঙ্কে , পরীক্ষাগারের দেয়ালে শঙ্কু - আকৃতির ' ফায়ার - এক্সটিংগুইসার ' - কে ঝুলতে নিশ্চয়ই দেখে থাকবে । আগুন লাগলে চটপট তা নেভানাের জন্য । পেছনের গােল নব ' কে ধাক্কা মারলে যন্ত্রের মুখ দিয়ে ভসভ করে কার্বন ডাই অক্সাইড বের হয় , গ্যাসের তােড়ে আগুন যায় নিভে।
এর কারণ তােমরা জানাে – কার্বন ডাই অক্সাইড গ্যাস দহনে সহায়ক নয় । এসাে , আমরাও একটা আগুন - নেভানাে যন্ত্র বানাই । নেহাতই খেলাঘরের ফায়ার - এক্সটিংগুইসার - মােমবাতির শিখা , দেশলাইয়ের আগুন কিংবা ঐরকমের ছােটখাটো আগুন তােমার । খেলাঘরের যন্ত্র নেভাতে পারবে ।
উপকরণ :
( ১ ) একটা খালি দুধের বােতল ,
( ২ ) একটা কাচের নল ,
( ৩ ) রবার বা পলিথিনের ছােট্ট নল ,
( ৪ ) বােতলের মুখের মাপের ছিপি ,
( ৫ ) ভিনিগার ,
( ৬ ) খাবার সােড়া ।
পদ্ধতি:
ভিনিগারের সঙ্গে আধা - আধি জল মিশিয়ে পাতলা করে নাও । পাতলা ভিনিগার ঢেলে বােতলের তিন - চতুর্থাংশ ভর্তি করাে । একটা ছােটকাপড়ের থলের মধ্যে বেশ খানিকটা খাবার সােডা ( সোডিয়াম বই কার্বনেট ) ভরে সুতােয় বেধে বােতলের মধ্যে ঝুলিয়ে দাও এবং ছিপিটা এটে দাও । দেখ , থলেটা যেন ভিনিগারে পড়ে না যায় । এবার ছিপির মধ্য দিয়ে কাচের নলটা চালিয়ে দাও , নল যেন বােতলের তলদেশ পর্যন্ত থাকে । কাচের নলের প্রান্তে ছোট্ট রবারের নলটা জুড়ে দাও । তারপর মোম দিয়ে চারপাশটা এমনভাবে সিল করাে যেন বােতলের মধ্যের বাতাস বাইরে আসতে না পারে ।
এক্সটিংগুইসার হয়ে গেল । ছােট্ট মাপের আগুন লাগালেই তােমার এটি নিয়ে ছোট । এখন কথা হচ্ছে – কি করে আগুন নেভাবে ? রবারের টিউবটা টিপে ধরে বােতলটা উন্টে ধর এবং রবার - টিউব থেকে আঙ্গুল সরিয়ে নাও । দেব , ভিনিগার উন্টে এসে খাবার সোডার ব্যাগটা ডুবিয়ে দিয়েছে – ব্যাগ থেকে ভসভস করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হচ্ছে গ্যাসটা প্রথমে বােতলের উপরের দিকে উঠছে , তারপর কাচনল দিয়ে বের হয়ে রবার নলের প্রান্ত থেকে সজোরে বেরিয়ে আসছে । প্রয়ােজনমতাে রবার - নলটা ঘুরিয়ে অগ্নিশিখার দিকে ধরাে । দেখাে , মুহূর্তেই আগুন নিভে গেলাে।
কারণ:
সংক্ষেপে রসায়নটা বলি । ভিনিগারের মধ্যে আছে অ্যাসেটিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিড যখন সােডিয়াম বাই কার্বনেটের সংস্পর্শে আসে তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় । ঐ কার্বন ডাই অক্সাইড গ্যাস নল পথে বাইরে বেরিয়ে আগুন নেভানােতে ব্যস্ত হয়ে পড়ে । বােতলটা সােজা করে রাখলে অ্যাসিড ও সােডিয়াম বাই কার্বনেট বিচ্ছিন্ন হয়ে যায় এবং গ্যাসের উৎপাদন বন্ধ হয়ে পড়ে।
Real Fire extinguisher |
এর কারণ তােমরা জানাে – কার্বন ডাই অক্সাইড গ্যাস দহনে সহায়ক নয় । এসাে , আমরাও একটা আগুন - নেভানাে যন্ত্র বানাই । নেহাতই খেলাঘরের ফায়ার - এক্সটিংগুইসার - মােমবাতির শিখা , দেশলাইয়ের আগুন কিংবা ঐরকমের ছােটখাটো আগুন তােমার । খেলাঘরের যন্ত্র নেভাতে পারবে ।
উপকরণ :
( ১ ) একটা খালি দুধের বােতল ,
( ২ ) একটা কাচের নল ,
( ৩ ) রবার বা পলিথিনের ছােট্ট নল ,
( ৪ ) বােতলের মুখের মাপের ছিপি ,
( ৫ ) ভিনিগার ,
( ৬ ) খাবার সােড়া ।
পদ্ধতি:
ভিনিগারের সঙ্গে আধা - আধি জল মিশিয়ে পাতলা করে নাও । পাতলা ভিনিগার ঢেলে বােতলের তিন - চতুর্থাংশ ভর্তি করাে । একটা ছােটকাপড়ের থলের মধ্যে বেশ খানিকটা খাবার সােডা ( সোডিয়াম বই কার্বনেট ) ভরে সুতােয় বেধে বােতলের মধ্যে ঝুলিয়ে দাও এবং ছিপিটা এটে দাও । দেখ , থলেটা যেন ভিনিগারে পড়ে না যায় । এবার ছিপির মধ্য দিয়ে কাচের নলটা চালিয়ে দাও , নল যেন বােতলের তলদেশ পর্যন্ত থাকে । কাচের নলের প্রান্তে ছোট্ট রবারের নলটা জুড়ে দাও । তারপর মোম দিয়ে চারপাশটা এমনভাবে সিল করাে যেন বােতলের মধ্যের বাতাস বাইরে আসতে না পারে ।
এক্সটিংগুইসার হয়ে গেল । ছােট্ট মাপের আগুন লাগালেই তােমার এটি নিয়ে ছোট । এখন কথা হচ্ছে – কি করে আগুন নেভাবে ? রবারের টিউবটা টিপে ধরে বােতলটা উন্টে ধর এবং রবার - টিউব থেকে আঙ্গুল সরিয়ে নাও । দেব , ভিনিগার উন্টে এসে খাবার সোডার ব্যাগটা ডুবিয়ে দিয়েছে – ব্যাগ থেকে ভসভস করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হচ্ছে গ্যাসটা প্রথমে বােতলের উপরের দিকে উঠছে , তারপর কাচনল দিয়ে বের হয়ে রবার নলের প্রান্ত থেকে সজোরে বেরিয়ে আসছে । প্রয়ােজনমতাে রবার - নলটা ঘুরিয়ে অগ্নিশিখার দিকে ধরাে । দেখাে , মুহূর্তেই আগুন নিভে গেলাে।
কারণ:
সংক্ষেপে রসায়নটা বলি । ভিনিগারের মধ্যে আছে অ্যাসেটিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিড যখন সােডিয়াম বাই কার্বনেটের সংস্পর্শে আসে তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় । ঐ কার্বন ডাই অক্সাইড গ্যাস নল পথে বাইরে বেরিয়ে আগুন নেভানােতে ব্যস্ত হয়ে পড়ে । বােতলটা সােজা করে রাখলে অ্যাসিড ও সােডিয়াম বাই কার্বনেট বিচ্ছিন্ন হয়ে যায় এবং গ্যাসের উৎপাদন বন্ধ হয়ে পড়ে।
No comments:
Post a Comment