ভারতের বৃহত্তম , দীর্ঘতম , উচ্চতম
সর্বোচ্চ সম্মান : ভারতরত্ন সর্বোচ্চসামরিক সম্মান : পরম বীর চক্র
সবচেয়ে জনবহুল শহর : মুম্বাই
বৃহত্তম রাজ্য : রাজস্থান
দীর্ঘতম নদী : ব্রহ্মপুত্র
শাখা নদী সহ দীর্ঘতম নদী : যমুনা
বৃহত্তম হ্রদ : কাশ্মীরের উলার হদ
বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ : চিল্কা , ওডিশা
মানুষের তৈরি বৃহত্তম হ্রদ : গােবিন্দ বল্লভ পন্থ সাগর ( বিহান্দ বাঁধ )
পৃথিবী পৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত হূদ : দেবতাল হ্রদ , গাড়ােয়াল , উত্তরাখণ্ড
দীর্ঘতম খাল : ইন্দিরা গান্ধী বা রাজস্থান খাল
বৃহত্তম গম্বুজ : গােল গম্বুজ , বিজাপুর
বৃহত্তম চিড়িয়াখানা : আলিপুর চিড়িয়াখানা, কলকাতা
বৃহত্তম মিউজিয়াম : ইন্ডিয়ান মিউজিয়াম , কলকাতা
দীর্ঘতম বাঁধ : হীরাকুঁদ
ওডিশা উচ্চতম বাঁধ : ভাকরা বাঁধ ( ২২৫ . ৫ মি )
উচ্চতম স্তম্ভ : কুতব মিনার , দিল্লি ( ৮৮ . ৪ মি ) বৃহত্তম মরুভূমি : থর , রাজস্থান
বৃহত্তম জেলা : লাদাখ
দীর্ঘতম উপকূলরেখা ( রাজ্য ) : গুজরাত
দক্ষিণ ভারতের দীর্ঘতম উপকূলরেখা : অন্ধ্রপ্রদেশ
দীর্ঘতম রেলওয়ে রুট : জম্মু - কন্যাকুমারী
দীর্ঘতম প্ল্যাটফর্ম : খড়গপুর ( ৮৩৩ মি , বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম )
দীর্ঘতম টানেল : জওহর টানেল ( জম্মু ও কাশ্মীর )
দীর্ঘতম হাইওয়ে : এনএইচ - ৭ , বারাণসী থেকে কন্যা কুমারী
সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য : পশ্চিমবঙ্গ
দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু : হাওড়া ব্রিজ
উচ্চতম শৃঙ্গ : কারাকোরাম বা কে - ২ ( ৮ , ৬১১ মি )
সর্বোচ্চ বৃষ্টিপাত : মৌসিনরাম
উচ্চতম জলপ্রপাত : গেরসােপ্পার জলপ্রপাত মহীশর ২৯২ মি )
বৃহত্তম অরণ্যাঞ্চল ( রাজ্য ) : মধ্যপ্রদেশ ।
বৃহত্তম বদ্বীপ অঞ্চল : সুন্দরবন বদ্বীপহীন
দীর্ঘতম নদী : নর্মদা ও তাপ্তী দীর্ঘতম নদী - সেতু : মহাত্মা গান্ধী সেতু , পাটনা ।
দীর্ঘতম রাস্তা : গ্র্যান্ড ট্রাঙ্ক রােড উচ্চতম রাস্তা : খারড়ংলার রাস্তা ( লেহ - মানালি অঞ্চলে )
বৃহত্তম মসজিদ : দিল্লির জামা মসজিদ
উচ্চতম প্রবেশপথ ; ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজা ( ৫৩ , ৬ মি )
দীর্ঘতম প্রস্তরমূর্তি : গােমতেশ্বর , কর্ণাটক ( ১৭ মি )
বৃহত্তম সরকারি ব্যাঙ্ক : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
বৃহত্তম গুহা : তামারনাই , জম্মু কাশ্মীর
বৃহত্তম গুহা মন্দির : কৈলাশ , ইলােরা , মহারাষ্ট্র
বৃহত্তম পশু মেলা : সােনপুর , বিহার
বৃহত্তম হােটেল : ওবেরয় - শেরাটন , মুম্বাই
বৃহত্তম গুরুদ্বার : গােল্ডেন টেম্পল , অমৃতসর
বৃহত্তম গির্জা : সেন্ট ক্যাথিড্রাল , গােয়া
প্রাচীনতম গির্জা : সেন্ট টমাস চার্চ , ত্রিসুর , কেরালা
দীর্ঘতম সমুদ্রসৈকত : মেরিনা সমুদ্রসৈকত , চেন্নাই
উচ্চতম যুদ্ধক্ষেত্র : সিয়াচেন হিমবাহ
উচ্চতম বিমানবন্দর : লেহ , লাদাখ
বৃহত্তম স্টেডিয়াম : যুবভারতী ক্রীড়াঙ্গন , কলকাতা
বৃহত্তম নদী - দ্বীপ : মাজুলি , ব্রহ্মপুত্র নদী , অসম
বৃহত্তম প্ল্যানেটোরিয়াম : বিড়লা প্ল্যানেটোরিয়াম
No comments:
Post a Comment