বয়স ৩০ - এর গণ্ডি ছোঁয়ার আগেই | বহু মানুষ আক্রান্ত হচ্ছেন হার্ট অ্যাটাকে । কেন এমনটা হচ্ছে ? সমস্যা থেকে মুক্তি মিলবেই বা কীভাবে?
করােনারি আর্টারি রােগ একটি ঘাতক রােগ । এই রােগটি ভারতে গত ২০ বছর ধরে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে । আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে । সব থেকে ভয়ের বিষয় হল , বয়স ৩০ - এর কোটায় থাকা নবীন প্রজন্মের মধ্যেও এই রােগ দেখা দিচ্ছে । শুনতে অবাক লাগলেও ২৫ ৩০ বছরের মধ্যেও হার্ট অ্যাটাক হচ্ছে এবং তা বাড়ছেও ।
heart attack causes |
৫৫ বছরের কমবয়সি পুরুষ এবং ৬৫ বছরের কমবয়সি মহিলাদের মধ্যে এস্টাবলিশড কোলেস্টেরল প্লাক দেখা গেলে , সেই অবস্থাকে প্রিম্যাচিওর করােনারি আর্টারি ডিজিজ বলা হয় । কিন্তু এই ধারণাটি ইউরােপিয়ান এবং আমেরিকান রােগীদের ক্ষেত্রে বেশি প্রযােজ্য ।
¯এমনকী তার আগেও হচ্ছে হার্ট অ্যাটাক । এক্ষেত্রে অতীতে বুকে ব্যথা বা অ্যানজাইনার ইতিহাস না থাকলেও অল্পবয়সিরা গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ছেন ।
এই রােগে প্রধানত পুরুষেরা আক্রান্ত হন । পুরুষ ও মহিলাদের এই রােগের অনুপাত হল ৯ : ১ । ইস্ট্রোজেন হর্মোন মহিলাদের এক্ষেত্রে সুরক্ষা দেয় । তবে বর্তমানে । প্রিম্যাচিওর মেনােপজের কারণে মহিলারাও এই সমস্যায় ভুগতে শুরু করেছেন ।
করােনারি আর্টারি ডিজিজের ঝুঁকির কারণগুলি কী ?
FOR TREATMENT CLICK HERE
- ৪০ বছরের কমবয়সি ভারতীয়দের মধ্যে করােনারি আর্টারি ডিজিজ খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ।
- এক্ষেত্রে বছর ২০ - এর গণ্ডি পেরলেই আর্টেরিয়াল ওয়ালের ওপর কোলেস্টেরল জমাট বাঁধা আরম্ভ হয়ে যাচ্ছে ।
- ৩০ বছর পার হওয়ার পর ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা বাড়ছে ।
¯এমনকী তার আগেও হচ্ছে হার্ট অ্যাটাক । এক্ষেত্রে অতীতে বুকে ব্যথা বা অ্যানজাইনার ইতিহাস না থাকলেও অল্পবয়সিরা গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ছেন ।
এই রােগে প্রধানত পুরুষেরা আক্রান্ত হন । পুরুষ ও মহিলাদের এই রােগের অনুপাত হল ৯ : ১ । ইস্ট্রোজেন হর্মোন মহিলাদের এক্ষেত্রে সুরক্ষা দেয় । তবে বর্তমানে । প্রিম্যাচিওর মেনােপজের কারণে মহিলারাও এই সমস্যায় ভুগতে শুরু করেছেন ।
করােনারি আর্টারি ডিজিজের ঝুঁকির কারণগুলি কী ?
- ডায়াবেটিস এবং প্রি - ডায়াবেটিস দুটো রােগই করােনারি আর্টারি ডিজিজের কারণ হতে পারে । এর ফলে অ্যাথেরােস্ক্রেরােসিস দীর্ঘ দিন আগেই আরম্ভ হয়ে যায় ।
- উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের । কারণেও হতে পারে করােনারি আর্টারি ভিজিজ ।
- শরীরের কোলেস্টেরলের সমস্যা । ডিসলিপিডেমিয়া ) থাকলেও মানুষের । এই রােগে আক্রান্ত হওয়ার আশঙ্কা । বাড়ে ।
- মােটা শরীর বা স্থূলত্বও এই রােগের অন্যতম কারণ ।
- নিকট আত্মীয়ের মধ্যে কারও । করােনারি আর্টারি ডিজিজের ইতিহাস থাকলে এই রােগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে ।
- মানুষের ধূমপানের প্রবণতাও বেড়েছে কয়েকগুণ । আবার বহু মানুষ পরােক্ষ ধূমপানের শিকার হচ্ছেন । তার থেকেও সমস্যা বাড়ছে ।
- কমবয়সি স্কুল ও কলেজে যাওয়া শহুরে ছাত্রছাত্রীদের বাইরে খেলাধুলা কমে গিয়েছে । পাশাপাশি মানুষ দৈনিক জীবনে এখন অনেক বেশি সময় বসে কাটায় ।
- আধুনিক জীবনযাপনে দুশ্চিন্তা বেড়েছে । নাইট ডিউটির ঠেলায় বিভিন্ন ক্ষেত্রে চাকরি করা মানুষের ঘুমের স্বাভাবিক সময় ও অভ্যাস বদলেছে ।
- রিউম্যাটয়েড আথ্রাইটিস থেকেও এই রােগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে । বিশেষত মহিলাদের মধ্যে এমনটা বেশি হতে দেখা যায় ।
- শহুরে এলাকা এবং মেট্রো শহরে বায়ুদূষণকে এই রােগের সম্ভাব্য ঝুঁকির কারণগুলির মধ্যে খুব সম্প্রতি যােগ করা হয়েছে । আর এসবের কারণে এই রােগের মােকাবিলা করা আরও কঠিন হয়ে উঠেছে ।
FOR TREATMENT CLICK HERE
No comments:
Post a Comment