বহু মানুষ আক্রান্ত হচ্ছেন হার্ট অ্যাটাকে । কেন এমনটা হচ্ছে ? heart attack causes and treatment - NEWS360

NEWS360

Through this website you can get the latest news updates and also find some amazing informations and tech News etc.

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 12, 2019

বহু মানুষ আক্রান্ত হচ্ছেন হার্ট অ্যাটাকে । কেন এমনটা হচ্ছে ? heart attack causes and treatment

বয়স ৩০ - এর গণ্ডি ছোঁয়ার আগেই | বহু মানুষ আক্রান্ত হচ্ছেন হার্ট অ্যাটাকে । কেন এমনটা হচ্ছে ? সমস্যা থেকে মুক্তি মিলবেই বা কীভাবে? 

করােনারি আর্টারি রােগ একটি ঘাতক রােগ । এই রােগটি ভারতে গত ২০ বছর ধরে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে । আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে । সব থেকে ভয়ের বিষয় হল , বয়স ৩০ - এর কোটায় থাকা নবীন প্রজন্মের মধ্যেও এই রােগ দেখা দিচ্ছে । শুনতে অবাক লাগলেও ২৫ ৩০ বছরের মধ্যেও হার্ট অ্যাটাক হচ্ছে এবং তা বাড়ছেও ।  
heart attack, heart attack causes, heart attack treatment
heart attack causes
  
প্রিম্যাচিওর করােনারি আর্টারি ডিজিজ  
৫৫ বছরের কমবয়সি পুরুষ এবং ৬৫ বছরের কমবয়সি মহিলাদের মধ্যে এস্টাবলিশড কোলেস্টেরল প্লাক দেখা গেলে , সেই অবস্থাকে প্রিম্যাচিওর করােনারি আর্টারি ডিজিজ বলা হয় । কিন্তু এই ধারণাটি ইউরােপিয়ান এবং আমেরিকান রােগীদের ক্ষেত্রে বেশি প্রযােজ্য ।
  1. ৪০ বছরের কমবয়সি ভারতীয়দের মধ্যে করােনারি আর্টারি ডিজিজ খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । 
  2. এক্ষেত্রে বছর ২০ - এর গণ্ডি পেরলেই আর্টেরিয়াল ওয়ালের ওপর কোলেস্টেরল জমাট বাঁধা আরম্ভ হয়ে যাচ্ছে । 
  3. ৩০ বছর পার হওয়ার পর ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা বাড়ছে ।

¯এমনকী তার আগেও হচ্ছে হার্ট অ্যাটাক । এক্ষেত্রে অতীতে বুকে ব্যথা বা অ্যানজাইনার ইতিহাস না থাকলেও অল্পবয়সিরা গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ছেন ।
এই রােগে প্রধানত পুরুষেরা আক্রান্ত হন । পুরুষ ও মহিলাদের এই রােগের অনুপাত হল ৯ : ১ । ইস্ট্রোজেন হর্মোন মহিলাদের এক্ষেত্রে সুরক্ষা দেয় । তবে বর্তমানে । প্রিম্যাচিওর মেনােপজের কারণে মহিলারাও এই সমস্যায় ভুগতে শুরু করেছেন ।


করােনারি আর্টারি ডিজিজের ঝুঁকির কারণগুলি কী ?  

  1. ডায়াবেটিস এবং প্রি - ডায়াবেটিস দুটো রােগই করােনারি আর্টারি ডিজিজের কারণ হতে পারে । এর ফলে অ্যাথেরােস্ক্রেরােসিস দীর্ঘ দিন আগেই আরম্ভ হয়ে যায় । 
  2. উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের । কারণেও হতে পারে করােনারি আর্টারি ভিজিজ । 
    pain for heart attack
  3. শরীরের কোলেস্টেরলের সমস্যা । ডিসলিপিডেমিয়া ) থাকলেও মানুষের । এই রােগে আক্রান্ত হওয়ার আশঙ্কা । বাড়ে । 
  4. মােটা শরীর বা স্থূলত্বও এই রােগের অন্যতম কারণ । 
  5. নিকট আত্মীয়ের মধ্যে কারও । করােনারি আর্টারি ডিজিজের ইতিহাস থাকলে এই রােগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে ।
  6. মানুষের ধূমপানের প্রবণতাও বেড়েছে কয়েকগুণ । আবার বহু মানুষ পরােক্ষ ধূমপানের শিকার হচ্ছেন । তার থেকেও সমস্যা বাড়ছে ।
  7. কমবয়সি স্কুল ও কলেজে যাওয়া শহুরে ছাত্রছাত্রীদের বাইরে খেলাধুলা কমে গিয়েছে । পাশাপাশি মানুষ দৈনিক জীবনে এখন অনেক বেশি সময় বসে কাটায় । 
  8. আধুনিক জীবনযাপনে দুশ্চিন্তা বেড়েছে । নাইট ডিউটির ঠেলায় বিভিন্ন ক্ষেত্রে চাকরি করা মানুষের ঘুমের স্বাভাবিক সময় ও অভ্যাস বদলেছে । 
  9. রিউম্যাটয়েড আথ্রাইটিস থেকেও এই রােগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে । বিশেষত মহিলাদের মধ্যে এমনটা বেশি হতে দেখা যায় । 
  10. শহুরে এলাকা এবং মেট্রো শহরে বায়ুদূষণকে এই রােগের সম্ভাব্য ঝুঁকির কারণগুলির মধ্যে খুব সম্প্রতি যােগ করা হয়েছে । আর এসবের কারণে এই রােগের মােকাবিলা করা আরও কঠিন হয়ে উঠেছে ।
For more detailed informations and details about treatment click below link 
FOR TREATMENT CLICK HERE 

No comments:

Post a Comment